আপনার পণ্য পৌঁছে দেবে ড্রােণ

গুগলের নতুন মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটেরের গোপন প্রযুক্তি ল্যাব গুগল এক্স জানিয়েছে, তারা আগামী ২ বছরের মধ্যেই তাদের ডেলিভারি ড্রোণ চালু করতে যাচ্ছে। ‘প্রোজেক্ট উইং’ নামের এই প্রকল্পটির একজন কার্যনির্বাহী ও প্রকৌশলী ডেভ ভস এই আশাবাদ ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্র নির্ভর ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ‘অ্যামাজন প্রাইম এয়ার’ কিছুদিন আগে এরকম একটি প্রকল্পের ঘোষণা দেয়। তাদের লক্ষ্য ছিল ড্রোণের মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিবে।

সোমবার কনফারেন্স ফর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারসে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডেভ ভস। প্রোজেক্ট উইং নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা আশা করছি ২০১৭ সালের মধ্যেই আমাদের উইং ভেহিকলের মাধ্যমে ডেলিভারি দিতে সক্ষম হবো’।

অ্যালফাবেট (সাবেক গুগল) এবং অ্যামাজন দুটি প্রতিষ্ঠানই ড্রোণ দ্বারা তাদের পণ্য সরবরাহ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। এ ব্যাপারে তারা যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। ড্রোণের মাধ্যমে পণ্য সরবরাহের জন্য তারা নির্দিষ্ট একটি আকাশপথের দাবি জানিয়েছে।  

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন