ওয়াগন হুইল : ব্যাটসম্যানের স্কোরিং এরিয়া

শুরু হয়ে গেছে ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট, আর এই জমকালো খেলার আসর নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই। যার যার প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। এর পাশাপাশি আমরা দিয়ে যাচ্ছি ক্রিকেট সম্পর্কীয় কিছু মজার সাধারণ তথ্য।

টিভিতে খেলা দেখার সময় হঠাৎ টিভি পর্দায় একটি গ্রাফ দেখা যায়। এ গ্রাফের মাধ্যমে একজন খেলোয়াড়ের স্কোরিং জোন বা রান সংগ্রহের এরিয়া প্রকাশ করা হয়। এ গ্রাফটি “ওয়াগন হুইল” (Wagon Wheel) নামে পরিচিত।

মূলত এটি হচ্ছে রান প্রকাশের “গ্রাফিক্যাল স্কোরবোর্ড”।

গ্রাফটি গোলাকার থাকে এবং কয়েকটি (বেশিরভাগ ক্ষেত্রে ৬টি) ভাগে ভাগ করা থাকে। প্রতিটি ভাগে আলাদা আলাদা পারসেন্ট (%) দিয়ে বিভিন্ন সংখ্যা দেয়া থাকে। এর মাধ্যমে বোঝানো হয় খেলোয়াড়টি কোন এরিয়াতে কত পারসেন্ট রান সংগ্রহ করেছে।

আবার কখনো কখনো অনেকগুলো বিভিন্ন রঙের দাগ দেখা যায়, যেগুলো ব্যাটসম্যানের অবস্থান থেকে বাউন্ডারির দিকে যায়।

বিভিন্ন রঙ দ্বারা বিভিন্ন স্কোর বুঝানো হয়। যেমনঃ

  • লাল রঙঃ ৬ রান
  • নীল রংঃ ৪ রান
  • সাদা রঙঃ ২ ও ৩ রান
  • হলুদ রংঃ  ১ রান

​মাঝে মাঝে ২ রান সাদা রঙ ও ৩ রান সবুজ রঙ দ্বারা বুঝানো হয়। 

কোনো ব্যাটসম্যান ৬ মারলে লাল রঙের দাগটি ব্যাটসম্যানের অবস্থান থেকে সরাসরি সীমানার বাইরে চলে যায়। যেহেতু, ওভার বাউন্ডারির দাগটি সীমানার আগে মাটি স্পর্শ করে না, তাই ছক্কার দাগটি সামান্য ত্রিমাত্রিক আকারে তৈরী করা হয় যেন বোঝা যায় এটি মাটি থেকে সীমানার উপর দিয়ে যাচ্ছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন