ক্লাস ক্যাপ্টেন

মনে করো, তোমাদের ক্লাসের ক্যাপ্টেন নির্বাচনের জন্য তোমাকে এবং তোমার এক বন্ধু আরিফকে নির্বাচন করা হয়েছে । ক্লাসের বাকি সবাই ভোট দিল তোমাদের দুইজনের যে কোনো একজনকে। তবে ভোটে তোমরা দুইজন অংশগ্রহণ নিতে পারোনি। শেষে দেখা গেল, তুমি ভোটে জিতে গেছো। কিন্তু তোমার অঙ্ক স্যার তোমাকে তার রুমে ডেকে বললেন, তোমাকে ক্যাপ্টেন বানানো হবে যদি তুমি বলতে পারো যে ক্লাসে আজ কতজন উপস্থিত ছিল। স্যার, তোমাকে আরও বলে দিলো যে , তুমি ক্লাসের ৬০% ভোট পেয়েছ এবং আরিফ তোমার থেকে ১০টি ভোট কম পেয়েছে । তুমি কি বলতে পারবে, আজ তোমার ক্লাসে কত জন উপস্থিত ছিল ?

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন