শিরার রং লাল না নীল ?

আমরা জানি, আমাদের রক্তের রং লাল। রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরণের উপাদান থাকার কারণে রক্তের রং লাল হয়ে থাকে।

আমাদের এই রক্ত চলাচল করে শিরার ভেতর দিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, শিরার ভেতর দিয়ে লাল রঙের রক্ত চলাচল করলেও আমাদের শিরার রং কিন্তু নীল দেখায়। কিন্তু কেন?

আসলে আমাদের রক্তের লাল রং দেখতে হলে সেই রং আগে আমাদের চোখে এসে পৌঁছাতে হবে। কিন্তু আমাদের চামড়ার নিচে যে চর্বি জমা থাকে তা এই লাল রং শোষণ করে নেয়। শুধু লাল নয়, একমাত্র নীল রং ছাড়া অন্য কোন রঙই আমাদের ত্বক ভেদ করে বাইরে বের হতে পারে না।

যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম তা বিক্ষিপ্ত হয় সবচেয়ে বেশি আর যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি তা বিক্ষিপ্ত হয় সবচেয়ে কম। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে তা বিক্ষিপ্ত হয় সবচেয়ে বেশি। 

নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় শুধুমাত্র এ রঙটিই আমাদের ত্বক ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছাতে পারে। একারণেই আমরা শিরার রং নীল দেখি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন