পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিরা

আমেরিকান ম্যাগাজিন ফোর্বস ২০১৪ সালের World’s Most Powerful People বা পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। তালিকায় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে প্রথম স্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তার পরেই ২য় স্থানে রয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। চীনের প্রেসিডেন্ট জি জিনপিং আছেন তালিকার ৩য় স্থানে।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস আর ৫ম স্থানটিতে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

গত বছর ফোর্বসের একই তালিকায় এই ৫ জনই প্রথম ৫ বিশ্ব ক্ষমতাধর ব্যক্তির তালিকায় ছিলেন এবং তাদের ক্রমও একই ছিল।

মোট ৭২ জন রয়েছেন ফোর্বসের করা পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির তালিকায়। কিন্তু ঠিক ৭২ জনই কেন? এই প্রশ্নটা জাগতেই পারে।

আসলে বর্তমান বিশ্বে প্রায় ৭২০ কোটি মানুষ রয়েছে। অর্থাৎ প্রতি ১০ কোটি মানুষে একজন মানুষকে ক্ষমতাধর বলে ধরা হয়েছে।

সবচাইতে কমবয়স্ক হিসেবে তালিকায় রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (৩০ বছর)।

আর সবচাইতে বেশী বয়সের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তালিকায় স্থান পেয়েছেন সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ (৯০ বছর)। আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা’ও রয়েছেন এই তালিকায়। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ফোর্বস এই তালিকা প্রকাশ করে আসছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন