গ্রিনহাউস

0
811

বন্ধুরা, গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি ঘর যার ভেতরে গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে প্রচণ্ড ঠাণ্ডা থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রিন হাউস তৈরি করা হয়ে থাকে। অবশ্যই তোমাদের মনে প্রশ্ন আসছে কিভাবে গাছপালাকে রক্ষা করা হয়?

আমরা জানি কাচ তাপ কুপরিবাহী। কাচের ভেতর দিয়ে তাপ সহজে চলাচল করতে পারতে না কিন্তু আলো তা করতে পারে। তাই গ্রিন হাউসের দেয়াল ও ছাদ কাচের তৈরি বলে সূর্যের আলো সহজে কাচের ভেতর দিয়ে ঘরে প্রবেশ করতে পারে। তাই গাছপালা ঘরের ভেতর ভালমতো বেড়ে উঠে। মজার ব্যাপার হচ্ছে, ঘরের ভেতরের গরম বাইরে যেতে পারে না এমনকি বাইরের ঠাণ্ডা ঘরের ভেতরে আসতে পারে না। তাই বন্ধুরা, গ্রিন হাউসের ভেতরটা গরম থাকে বলে গাছপালা ভালমতো বেড়ে উঠে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন