‘আমেরিকান ফারাও’ নামের একটি আমেরিকান রেসের ঘোড়া এবার জিতে নিল কেন্টাকি ডার্বি। এ মাসের ২ তারিখে যুক্তরাষ্ট্রের লুইসভিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেন্টাকি ডার্বি একটি বিশ্বখ্যাত ঘোড়দৌড় প্রতিযোগিতা যেখানে চার্চিল ডাউন্স রেসট্র্যাকে খেলা হয়।
১৮৭৫ সালে এই প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগিতাটিতে ‘গোলাপের জন্য প্রতিযোগিতা’ও বলা হয়ে থাকে কেননা বিজয়ী ঘোড়াকে ৪০০ গোলাপ পুরস্কার দেয়া হয়।
তবে দৌড় কিন্তু খুব বেশি নয়, মাত্র ২ কিলোমিটার। কিন্ত পুরোটা সময় থাকে টানটান উত্তেজনা। একারণে একে ‘২ মিনিটের সেরা খেলা’ বলেও আখ্যায়িত করা হয়ে থাকে।