চােখ দেখে যায় চেনা

চোখকে বলা হয় অন্তরের জানালা। কিন্তু কেন বলা হয় তা কারও জানা নেই। এবার বিজ্ঞান হয়তো এ ব্যাপারে সাহায্য করতে পারবে।

লিটলথিংস ডটকমের টোড ব্রিস্কো জানান, আমরা মানুষের ব্যক্তিত্ব নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু গবেষণা করেছি।

মানুষের চোখ এমন একটি শারীরিক অঙ্গ যেটা মানুষের আত্মা বা ভেতর সম্বন্ধে আরও পরিষ্কার ধারণা দেয়।

সুইডেনের অরেব্রো ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ৪২৮ জন ব্যক্তির উপর গবেষণা করেছেন যে তাদের ব্যক্তিত্ব তাদের চোখের আইরিশের উপর কোনভাবে নির্ভর করে কিনা। তারা দেখেন যে আমাদের চোখের রঙ এমন কিছু জিনের উপর নির্ভর করে যেগুলো মস্তিষ্কের ফ্রন্টাল লোব তৈরি করে থাকে।

আর এই ফ্রন্টাল লোবের উপরেই আমাদের আচার-আচরণ নির্ভর করে। সুতরাং চোখের রঙ আর ব্যক্তিত্ব সামঞ্জস্যপূর্ণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ডঃ অ্যান্থনি ফ্যালোনও মানুষের চোখ আর ব্যক্তিত্বের যোগসূত্র নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেন, ‘মানুষের চোখ মস্তিষ্কের সাথে এতোটাই সংযুক্ত থাকে যে আপনি বলতে পারেন এটা মানুষের মস্তিষ্কের একমাত্র অংশ যা আমরা দেখতে পাই।

আমাদের মস্তিষ্কের কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে আমাদের চোখ থেকে’।

সূত্র: হাফিংটন পোস্ট

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন