চীনে আরেকটি কাঁচের তৈরি স্কাইওয়াক

চীনের হুনান প্রদেশ এর পাহাড়-পর্বতে ঘেরা প্রকৃতির জন্য সুপরিচিত। সম্প্রতি পর্যটকেরা যেন এই সৌন্দর্য আর ভালোভাবে উপভোগ করতে পারে সেজন্য আরেকটি পদক্ষেপ নিয়েছে দেশটি। ১০০ মিটার লম্বা একটি কাঁচের স্কাইওয়াক নির্মাণ করা হয়েছে। তিয়ানমেন পর্বতের গা ঘেঁষে প্রায় ৫ হাজার ফিট উঁচুতে তৈরি করা এ স্কাইওয়াক সোমবার জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

‘কইলিং ড্রাগন ক্লিফ’ নামের এই স্কাইওয়াকটি ৫ মিটার চওড়া। তিয়ানমেন পর্বত অঞ্চলে এটি ৩য় স্কাইওয়াক। এখান থেকে জেংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কের ভিতর দিয়ে ৯৯টি বাঁকওয়ালা সর্পিলাকার পথটি দেখা যায় যেটি উঠে গেছে তিয়ানমেন পর্বতে।

এই স্কাইওয়াক ছাড়াও জেংজিয়াজি পার্কে পর্যটকের আকর্ষণ করা জন্য আরও বেশি কিছু জিনিস রয়েছে। ফ্রান্সের প্রতিষ্ঠান ‘পোমা’ এখানে ক্যাবল কার নির্মাণ করেছে যা স্থানীয় রেলস্টেশন থেকে যাত্রীদের তিয়ানমেন পর্বতে নিয়ে যায়। পৃথিবীর দীর্ঘতম কাঁচের সেতুটিও নির্মাণ করা হয়েছে এই জেংজিয়াজি পার্কে। মে মাসে চালু হওয়া এই সেতু ১৪১০ ফিট লম্বা ও ২০ ফিট চওড়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন