চেরি ব্লোজমস ইন্টারন্যাশনাল স্কুলের নববর্ষ উৎযাপন

0
1712

বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে ১৩ এপ্রিল বুধবার বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে  চেরি ব্লোজমস ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল সালেহা কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন Champs21.com এর সি.ই.ও. রাসেল টি. আহমেদ। বৈশাখী মেলায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্টল নিয়ে তাদের নিজেদের হাতে বানানো বিভিন্ন খাবার ও উপহার সামগ্রী প্রদর্শনী ও বিক্রি করে। স্টলগুলোর মধ্য থেকে সেরা তিনটিকে পুরুস্কৃত করা হয়। নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও অংশগ্রহন করে। ছোট শিশুদের বিভিন্ন পরিবেশনা দেখে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। অনুষ্ঠানে এ বছর আই.জি.সি.এস.ই. এবং এ-লেভেল ঊত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের সনদ ও পদক প্রদান করেন। এ বছর স্কুলের শিক্ষার্থী রিজভি হাসান ম্যাথমেটিক্স-এ তে সর্বোচ্চ এবং ম্যাথমেটিক্স-বি তে বাংলাদেশ সর্বোচ্চ নম্বর পেয়েছে। সালেহা কাদের বলেন প্রতি বছরের মত এবারও তার শিক্ষার্থীরা প্রশংসনীয় ফলাফল করেছে। এজন্য তিনি তার শিক্ষার্থীদের নিয়ে গর্বিত। উল্লেখ্য, এ বছর শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য সালেহা কাদের ‘সামিট সেলুটস দ্যা নেশন বিল্ডারস’ পদক পান।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মিরপুরের প্রথম ও লেভেল এবং এ লেভেল ইংলিশ মিডিয়াম স্কুল চেরি ব্লোজমস ইন্টারন্যাশনাল স্কুল শুরু থেকেই ভাল ফলাফল ধরে রেখেছে। এ ব্যাপারে স্কুলটির ভাইস প্রিন্সিপাল আফসানা খানম বলেন – “চেরি ব্লোজমস ইন্টারন্যাশনাল স্কুল সব সময় শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে আসছে। আর ভাল মানুষ হলেই ভাল ছাত্র হওয়া সম্ভব”। তিনি আরও বলেন, “এ বছর স্কুলের শিক্ষার্থী তালাত মুরসালিন আলিফ আমেরিকান অ্যাম্বাসি থেকে এক বছরের পূর্ণ বৃত্তি পেয়েছে। যা আমাদের জন্য সন্মান বয়ে এনেছে”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন