তরুন দল নিয়ে বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড

আসন্ন T20 বিশ্বকাপে বাছাই পর্বে খেলবে ৮টি (২ গ্রুপে) দল যাদের মধ্যে সেরা ২টি দল খেলবে মূল পর্বে। এই দলগুলো নিয়ে এ অংশে থাকছে কিছু সংক্ষিপ্ত পরিচিতি। এবারের দল স্কটল্যান্ড।

গত কয়েক বছরে অধিনায়ক প্রেস্টন মমসেনের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে স্কটল্যান্ড। ইতোমধ্যেই বেশ কিছু জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছে ইংল্যান্ডের প্রতিবেশী এই দেশটি।

২০১৬ T20 বিশ্বকাপে ৩য়বারের মত অংশ নিচ্ছে স্কটল্যান্ড। এর আগে ২০০৭ ও ২০০৯ সালে মূল পর্বে খেললেও কোন ম্যাচ জিততে পারেনি দলটি। তবে ২০০৯ সালের বিশ্বকাপে এবিডি ভিলিয়ার্সের এক দুর্দান্ত ক্যাচ ধরে সবার মনোযোগ কেড়ে নেন স্কটিশ খেলোয়াড় কায়েল কোয়েটজার।

স্কটল্যান্ডের ক্রিকেটারদের গড় বয়স ২৬.১১ বছর যার কারণে তারা এবারের টি২০ বিশ্বকাপে তারা সবচেয়ে কনিষ্ঠ সহযোগী দেশ। আর সবগুলো দেশের মধ্যে কম বয়সের ক্ষেত্রে তারা চতুর্থ।

কায়েল কোয়েটজার টি২০ তে স্কটল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন। ৩২ ম্যাচে তার রান ৬৮৭। এছাড়াও গতবছরের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৩৩ বলে ১৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। স্কটল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক টি২০তে একমাত্র সেঞ্চুরি করেছেন রিচি ব্যারিংটন (৫৮ বলে ১০০ রান)।

স্কোয়াডঃ Preston Mommsen (অধিনায়ক), Kyle Coetzer (সহ-অধিনায়ক), Alasdair Evans, Calum MacLeod, Con de Lange, Gavin Main, George Munsey, Josh Davey, Mark Watt, Matt Machan, Matthew Cross, Michael Leask, Richie Berrington, Rob Taylor, Safyaan Sharif.

স্টার প্লেয়ারঃ কায়েল কোয়েটজার

কোচঃ গ্র্যান্ট ব্র্যাডবার্ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন