দিনে ১৫ বার সূর্যোদয় !

তোমরা কি জানো, আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনের নভোচারীরা দিনে ১৫ বার সূর্যোদয় বা সূর্যাস্ত দেখে ?? অবশ্যই প্রশ্ন হচ্ছে কিভাবে ? চলো জেনে নেই তাদের সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার গল্পটি।        

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একটি বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ। এটি পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার একটি সমন্বিত প্রকল্প। এই পাঁচটি সংস্থা হচ্ছে –

 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী পৃষ্ঠ থেকে ৩৫৪ কি.মি উপরে ঘুরপাক করে বা যা প্রায় ২২০ মাইলের কাছাকাছি। মহাকাশ স্টেশন ঘণ্টায় ২৭,৭০০ কি.মি বা ১৭,৭২১ মাইল বেগে চলে। এই ২৭,৭০০ কি.মি অতিক্রম করতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রায় ৯২ মিনিট লাগে পৃথিবীকে একবার প্রদক্ষিন করতে। তাই, আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনের নভোচারীরা প্রতি ৪৫ মিনিট অন্তর একবার সূর্যোদয় বা সূর্যাস্ত দেখে। অর্থাৎ, নভোচারীরা প্রতি ২৪ ঘণ্টায় বা ১ দিনে মোট ১৫-১৬ বার সূর্যোদয় বা সূর্যাস্ত দেখে। মহাকাশ ষ্টেশনের আপেক্ষিক গতির কারণে প্রত্যেক সূর্যোদয় বা সূর্যাস্ত অল্প কিছুক্ষণ স্থায়ী হয় ।

 

 

    

 

                              

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন