নীরবতায় স্মরণ প্যারিসে নিহতদের

গত শুক্রবার প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সেদেশের সরকার। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে এক মিনিটের জন্য নীরব হয়ে যায় গোটা প্যারিস নগরী। হামলায় নিহতদের স্মরণে আর আহতদের সমবেদনায় কেটে যায় একটি মিনিট।

ফ্রান্সের ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ১২টায় এই নীরবতা পালন করা হয়। গ্রিনউইচ সময় অনুযায়ী ১১টায় ব্রিটেনসহ ইউরোপের আরও কিছু দেশ একই সময়ে এই নীরবতায় অংশ নেয়।

১২৯ জন নিহতের এ ঘটনায় সোমবার সব হোয়াইটহল গভর্নমেন্ট ডিপার্টমেন্টের পতাকা অর্ধনমিত রাখা হয়। রোববার প্যারিসের ক্যাথেড্রাল চার্চের বিখ্যাত ঘণ্টাটি ১২৯ বার বাজিয়ে নিহতদের স্মরণ করার হয় (রোববার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১২৯)।

আইফেল টাওয়ার অন্ধকার রাখার পাশাপাশি নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংও নিহতদের স্মরণে শনিবার রাতে অন্ধকার করে রাখা হয়। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে শনিবার ফ্রান্সের পতাকার আদলে নীল, সাদা আর লাল রঙে রাঙানো হয়।  

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন