ভারী বর্ষণে অচল চেন্নাই

গত এক সপ্তাহের টানা ভারী বর্ষণে ভারতের দক্ষিণের রাজ্য তামিল নাড়ুতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। অপ্রত্যাশিত এই বন্যায় ইতোমধ্যেই মারা গিয়েছে ৭০ জন।

রাজধানী চেন্নাইয়ে মুষলধারে বৃষ্টির ফলে সেখানকার নিচু এলাকা পানির নিচে ডুবে গিয়েছে এবং সেসব জায়গার বাসিন্দারা বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানি অভাবে রয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তারা জানায়, চাপটি উত্তর দিকে সরে যেতে পারে। বৃষ্টি চলতে পারে আরও কয়েকদিন। পাশের অন্ধ্র প্রদেশ রাজ্যও ভারী বৃষ্টিপাতের মুখে পড়তে পারে।

বন্যায় আটকে পড়া মানুষজনকে নৌকা এবং হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের সেনাবাহিনী এবং বিমানবাহিনী। পাশাপাশি খাবার পানি এবং খাদ্যসামগ্রীও সরবরাহ করতে তারা।

গত কয়েকদিনে চেন্নাইয়ের সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে আছে। ট্রেন বাতিল করা হয়েছে, স্কুল-কলেজ বন্ধ রয়েছে, রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন