নেদারল্যান্ডের আগ্রাসী ক্রিকেটঃ T20 বিশ্বকাপের অন্যতম আকর্ষণ

আসন্ন T20 বিশ্বকাপে বাছাই পর্বে খেলবে ৮টি (২ গ্রুপে) দল যাদের মধ্যে সেরা ২টি দল খেলবে মূল পর্বে। এই দলগুলো নিয়ে এ অংশে থাকছে কিছু সংক্ষিপ্ত পরিচিতি। এবারের দল নেদারল্যান্ডস।

পাওয়ার হিটিং, শক্তিশালী পেস বোলিং আর দক্ষ ক্যাপ্টেন্সির কারণে ক্রিকেট বিশ্বে এ পর্যন্ত বেশ কয়েকটি ‘অঘটন’ ঘটিয়ে বসেছে নেদারল্যান্ড। অনেকদিন ধরে ক্রিকেট খেলে আসলেও দেশটি প্রথম ২০০৯ সালে T20 বিশ্বকাপে অংশ নেয়।

 

সে বছরই ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় তুলে নেয় নেদারল্যান্ড। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩.৫ অভারে ১৯০ অতিক্রম করে দারুনভাবে সুপার টেনে জায়গা করে নেয় দলটি এবং সে বছরও তারা ইংল্যান্ডকে হারায় ৪৫ রানে।

নেদারল্যান্ড আইসিসি T20 বিশ্বকাপে মোট ম্যাচ খেলেছে ৯টি এবং এর মধ্যে ৪টি ম্যাচেই তারা জয় তুলে নিয়েছে। ৯ মার্চ নেদারল্যান্ড তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। নেদারল্যান্ডের T20 বিশ্বকাপ ফর্ম বাংলাদেশের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।

স্কোয়াডঃ Peter Borren(অধিনায়ক), Wesley Barresi, Logan van Beek, Mudassar Bukhari, Ben Cooper, Tom Cooper, Timm van der Gugten, Vivian Kingma, Ahsan Malik, Paul van Meekeren, Roelof van der Merwe, Stephan Myburgh, Max O’Dowd, Michael Rippon, Pieter Seelaar.

স্টার প্লেয়ারঃ স্টেফেন মাইবার্গ

কোচঃ অ্যান্টন রোউক্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন