নেপালে নতুন সংবিধান

নেপাল তার নতুন সংবিধানের সমর্থনে নিরঙ্কুশ ভোট লাভ করেছে। এই সংবিধান অনুযায়ী দেশটিকে ৭টি ফেডারেল স্টেটে ভাগ করা হবে।

নেপালের ৬০১ আসন বিশিষ্ট গণপরিষদে বুধবার ৫০৭ ভোটে পাশ হয় নতুন সংবিধান। সংবিধানের বিরুদ্ধে ভোট পড়ে ২৫টি। সভার বাকি ৯ শতাংশে থাকা বিরোধী দল ভোট বয়কট করে।

বেশ কয়েক বছর ধরেই নতুন সংবিধান প্রণয়ন নিয়ে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ চলছিল। নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি করা এটিই নেপালের প্রথম সংবিধান। পূর্বের ৬টি সংবিধান দেশটির রাজার পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছিল।

২০০৬ সালের নেপালের কমপ্রিহেনসিভ পিস একোর্ড অনুযায়ী নতুন এই সংবিধান প্রণয়ন করা হয়েছে। এই শান্তিচুক্তি নেপালের মাওবাদী বিদ্রোহীদের সাথে সংঘটিত দশকব্যাপী সংঘর্ষের ইতি ঘটিয়েছে। এই সংঘর্ষে ১৭ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। গত নয় বছর ধরে নেপালে অন্তর্বর্তীকালীন সংবিধান চালু ছিল।

তবে নতুন এই পাশ হওয়া সংবিধানে ৭টি ফেডারেল স্টেট গঠনের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল নেপালের দক্ষিণের কিছু আদিবাসি সম্প্রদায়। তারা তাদের রাজ্যের সীমানা এবং আয়তন নিয়ে খুশি নয়।

রবিবার নেপালের প্রেসিডেন্ট তাম বরণ ইয়াদাভ নতুন সংবিধান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন