পরিসংখ্যানে বিশ্বকাপ: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা

· জয়ী দল: অস্ট্রেলিয়া ৬৪ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে।

· দলীয় স্কোর: অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৩৭৬/৯
           শ্রীলঙ্কা ৪৬.২ ওভারে ৩১২/১০

· ম্যান অব দি ম্যাচ: অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৫৩ বলে ১০২ রান)

· ম্যাচের সেরা ব্যাটসম্যান: শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ( ১০৭ বলে ১০৪ রান)

· ম্যাচের সেরা বোলার:  অস্ট্রেলিয়ার জেমস ফকনার ( ৪৮ রানে ৩ উইকেট)

· সবচেয়ে বেশি বাউন্ডারি (চার) মেরেছেন: শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১১ টি)

· সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি (ছক্কা) মেরেছেন: অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৪ টি)

· ম্যাচের সেরা স্ট্রাইকরেট: অস্ট্রেলিয়ার ব্রাড হাডিন(২৭৭.৭৭)

· সর্বাধিক বল খেলেছেন: শ্রী লঙ্কার কুমার সাঙ্গাকারা (১০৭ বল)

· সেরা পার্টনারশিপ: অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল-শেন ওয়াটসন ( ৫ম উইকেট জুটিতে ৮২ বলে ১৬০ রান)

· হাফসেঞ্চুরি সংখ্যা: অস্ট্রেলিয়া ৩টি। করেছেন- স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন
শ্রীলঙ্কা ২টি। করেছেন – তিলকারত্নে দিলশান, দিনেশ চান্ডিমাল

· সেঞ্চুরি সংখ্যা: অস্ট্রেলিয়া(১টি) করেছেন– গ্লেন ম্যাক্সওয়েল
                       শ্রীলঙ্কা (১টি) করেছেন– কুমার সাঙ্গাকারা

· দ্রুততম হাফসেঞ্চুরি: শ্রীলঙ্কার দিনেশ চান্ডিমাল (২২ বলে)

· দ্রুততম সেঞ্চুরি: অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৫১ বলে)

· মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সংখ্যা: অস্ট্রেলিয়া (৩৮টি চার ও ৮টি ছক্কা), শ্রী লঙ্কা (৩৪টি চার ও ২টি ছক্কা)

· সবচেয়ে বেশি রান দিয়েছেন: শ্রীলঙ্কার থিসারা পেরেরা (৯ ওভারে ৮৭ রান)

· সবচেয়ে বেশি ইকোনমি রেট: অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (১০.১৪)

·  সবচেয়ে কম ইকোনমি রেট: অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক (৩.৪৮)

·  সর্বাধিক ক্যাচ: শ্রীলঙ্কার থিসারা পেরেরা, অস্ট্রেলিয়ার ব্রাড হাডিন, জেভিয়ার ডোহার্টি (২টি করে)

· এক ওভারে বেশি রান দিয়েছেন: অস্ট্রেলিয়ার মিশেল জনসন (২৪ রান)

· অতিরিক্ত রান: অস্ট্রেলিয়া (বাই ১, লেগবাই ১, ওয়াইড ৪)
                        শ্রীলঙ্কা (বাই ২, লেগবাই ৫, ওয়াইড ৪)

অন্যরকম কিছু রেকর্ড:
৫১ বলে ১০০ রান করে বিশ্বকাপে ২য় দ্রুততম সেঞ্চুরি এবং অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে পরপর তিন ইনিংসে সেঞ্চুরি করলেন লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা। ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের পর ২য় ব্যাটসম্যান হিসেবে ১৪০০০ রান পূর্ণ করলেন তিনি।

২২ বলে ৫০ রান করে শ্রী লঙ্কার পক্ষে ২য় দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন দিনেশ চান্ডিমাল। ১৭ বলে ফিফটি করে প্রথমস্থানে আছেন সনাত জয়াসুরিয়া।

মিশেল জনসনের ৩য় ওভারের ৬ টি বলে ৬ টিই চার মেরেছেন তিলকারত্নে দিলশান।

গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন ও ব্রাড হাডিনের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া শেষ ১৬ ওভারে ১৯১ রান তুলেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন