পরিসংখ্যানে বিশ্বকাপ: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা

জয়ী দল: নিউজিল্যান্ড ৯৮ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে
দলীয় স্কোর: নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩৩১/৬
           শ্রীলঙ্কা ৪৬.১ ওভারে ২৩৩/১০
ম্যান অব দি ম্যাচ: নিউ জিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন (৪৬ বলে ৭৫ রান এবং ১৮ রানে ২ উইকেট)
ম্যাচের সেরা ব্যাটসম্যান: নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন (৪৬ বলে ৭৫ রান)
ম্যাচের সেরা বোলার: শ্রীলঙ্কার জীবন মেন্ডিস (৫ রানে ২ উইকেট)
সবচেয়ে বেশি বাউন্ডারি (চার) মেরেছেন: নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (১০টি)
সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি(ছক্কা) মেরেছেন: নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন (২ টি)
ম্যাচের সেরা স্ট্রাইকরেট: নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন (১৬৩.০৪)
সর্বাধিক বল খেলেছেন: নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন (৬৫ বল)
সেরা পার্টনারশিপ: নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল- ব্রেন্ডন ম্যাককালাম ( ১ম উইকেট জুটিতে ৯৭ বলে ১১১ রান)
হাফসেঞ্চুরি সংখ্যা: নিউজিল্যান্ড ৩টি। নিউিজল্যান্ডের পক্ষে করেছেন – ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসন
শ্রীলঙ্কা ১টি। শ্রীলঙ্কার পক্ষে করেছেন- লাহিরু থিরিমান্নে
•  সেঞ্চুরি সংখ্যা: নেই
•  দ্রুততম হাফসেঞ্চুরি: নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (৩৫ বলে)
•  মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সংখ্যা: নিউ জিল্যান্ড (৩৪টি চার ও ৪ টি ছক্কা), শ্রীলঙ্কা(২৪টি চার)
•  সবচেয়ে বেশি রান দিয়েছেন: শ্রী লঙ্কার লাসিথ মালিঙ্গা (১০ ওভারে ৮৪ রান)
•  সবচেয়ে বেশি ইকনোমিক রেট: শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা (৯.৭৫)
•  সর্বাধিক ক্যাচ: নিউ জিল্যান্ডের লুক রঞ্চি (৩ টি)
•  এক ওভারে বেশি রান দিয়েছেন: শ্রী লঙ্কার লাসিথ মালিঙ্গা (২৩ রান)
•  অতিরিক্ত রান: নিউ জিল্যান্ড (লেগবাই ২, ওয়াইড ৮, নো বল ৩)
             শ্রীলঙ্কা (ওয়াইড ১০, নো বল ১)
অন্যরকম কিছু রেকর্ড:
এই ম্যাচে ৩৯ রান করে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান রিকি পন্টিংকে ছাড়িয়ে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন সাঙ্গাকারা। ৩৯৮টি ওয়ানডেতে ১৩,৭৩২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। উল্লেখ্য ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান করে ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এছাড়া শেষবারের মত বিশ্বকাপে খেলতে আসা সাঙ্গাকারা বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন এই ম্যাচে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন