পানি নিরোধক হতে পারে আইফোন ৭

অনেকদিন ধরেই গুজব চলছিল পরবর্তী প্রজন্মের আইফোন হতে পারে পানি নিরোধক। সম্প্রতি প্রকাশিত অ্যাপলের একটি পেটেন্ট বা স্বত্ব থেকে এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই টেক জায়ান্ট সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস থেকে পানি নিরোধক পণ্যের স্বত্ব পেয়েছে। এই স্বত্ব থেকে জানা যায় প্রতিষ্ঠানটি পানির নিচে ছবি তোলার জন্য আইফোন ও আইপ্যাড তৈরি করতে ইচ্ছুক।

তবে গতবছর থেকে অ্যাপল পানি নিরোধক পণ্য তৈরির বেশ কয়েকটি স্বত্ব পেলেও এর কোনটিই বাস্তবায়ন হয়নি।

আগামী সেপ্টেম্বর মাসে অ্যাপল বাজারে আইফোন ৭ নিয়ে আসার কথা। এই ফোনে পানি নিরোধক ফিচার থাকবে বলেই সবাই আশা করছে। পানির ঝুঁকি কমাতে নতুন আইফোনে হ্যাডফোনের জ্যাক থাকবে না বলেও গুজ ছড়াচ্ছে।

সর্বশেষ বাজারে আসা আইফোন ৬এস পানি নিরোধক না হলেও পরীক্ষার জন্য এটিকে একটি পানি পাত্রে ডুবিয়ে রাখা হয়। ৫ মিনিট পানির নিচে থাকার থাকাকালীন সময়েও এটি কাজ করছিল এবং পানি থেকে উঠানোর পর ১০ মিনিট কাজ করেছে। তবে শেষে এটির স্ক্রিন সাদা হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়।

অ্যাপলের অন্যতম প্রতিদ্বন্দ্বী স্যামসাং এরই মধ্যে বেশ কয়েকটি পানি নিরোধক ফোন বাজারে এনেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন