পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারীরা

কিছুদিন আগেও মিসাও ওকাওয়া নামের এক জাপানী নারী ছিলেন পৃথিবীর সবচাইতে বয়স্ক মানুষ। সম্প্রতি ১১৭ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর পর গারট্রুড উইভার নামক একজন আমেরিকান নারী পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব অর্জন করেন।

কিন্তু এই খেতাব অর্জনের মাত্র ৫ দিনের মাথায় ১১৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি বয়সের মানুষ হচ্ছেন আমেরিকার জেরালিন ট্যালি। তিনিও একজন নারী। তার বয়স বর্তমানে ১১৫ বছর।

ওকাওয়া, উইভার আর ট্যালি এরা তিনজনই জন্মগ্রহণ করেছেন ১৯ শতকে। এদের জীবনকালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা বেড়ে গিয়েছে ৫ বিলিয়ন। Gerontology Research Group-এর গবেষণা অনুযায়ী, ১৯ শতকে জন্ম নেয়া আর মাত্র ৪ জন মানুষ এখনও পর্যন্ত বেঁচে আছেন।

তবে যিনি পৃথিবীতে সবচেয়ে বেশি বছর বেঁচেছিলেন বলে জানা যায় তিনি হচ্ছেন ফ্রান্সের জন কালমেন্ট। মজার বিষয় হচ্ছে, তিনিও একজন নারী। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন