প্রতিবন্ধী শিশুদের জন্য পুরান ঢাকায় চালু হয়েছে বিশেষ স্কুল ‘পাখি’। গত ৩ ডিসেম্বর সেচ্ছাসেবী সংগঠন ‘পাখি’র উদ্যোগে চালু হওয়া স্কুলটির উদ্বোধন করেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোটন।
স্কুলটির পরিচালক ঝুমনা মল্লিক ঝুমি জানান, প্রতিবন্ধী শিশুরা তাদের নিজেদের কাজ নিজেরা ঠিকঠাক করতে পারে না। তাই তাদের স্পেশাল থেরাপির সহায়তায় স্বাভাবিক শিশুদের মতো তৈরি করাই আমাদের কাজ। একটা প্রতিবন্ধী শিশুর নানারকম সমস্যা থাকে, সেসব সমস্যা চিহ্নিত করে তাকে স্কুলে ভর্তির যোগ্য করবো আমরা। এখানে প্রতি ৩ জন শিশুর জন্য ১ জন শিক্ষক নিযুক্ত থাকবেন। দিনে তিন শিফটে চলবে ক্লাশ। প্রতি শিফটে সর্বোচ্চ ১০ জন্য শিশু থাকবে। সকল শিক্ষকই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
উল্লেখ্য পাখি স্কুলের টিউশন ফি মাসে ৩ হাজার ৫০০ টাকা ও বাৎসরিক ভর্তি ফি ২০ হাজার টাকা। বিস্তারিত স্কুলটির ওয়েবসাইট (www.pakhibd.org) থেকে জানা যাবে।