প্রাণীটির জিহ্বা দেহ থেকে লম্বা !

ভাবতেই অবাক লাগে যে কোন প্রাণীর জিহ্বা তার দেহ থেকে লম্বা ! শিহরে উঠার মতোই ব্যাপার, তাই না ?

ভারতের নীলগিরি অঞ্চলে এক ধরণের গিরগিটি দেখতে পাওয়া যায় যার জিহ্বা তার নিজস্ব দেহ থেকে লম্বা। মজার ব্যাপার হচ্ছে এদের দৈর্ঘ্য হচ্ছে মাত্র ৪৫ সেন্টিমিটার কিন্তু এদের জিহ্বা ১.২৫ মিটার পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। আফ্রিকার জঙ্গলেও এই ধরণের গিরগিটি দেখতে পাওয়া যায়।

মূলত এই ধরণের গিরগিটির জিভ খুব পাতলা হয়। মুখের ভিতরে এই জিহ্বাটি কুণ্ডলী আকারে থাকে। গাছের এক ডাল থেকে অন্য ডালে শিকার ধরবার কাজে গিরগিটিটি এই দীর্ঘ জিহ্বা বের করে। গিরগিটির জিহ্বার ভিতরে আঠাল পদার্থ থাকে। আঠাল পদার্থের কারণে পোকামাকড় তাদের মুখে সহজেই আটকে যায়।

যদিও গিরগিটিটি খুব আলসে স্বভাবের। সারাদিন গাছের ডালে চুপটি মেরে বসে থাকে। আর পোকামাকড় শিকার করবার জন্য গিরগিটিটি এদের লম্বা জিহ্বা কিছুক্ষণ পর পর বের করে চতুর্দিকে নিক্ষেপ করে চলে।

গিরগিটিটি আলসে স্বভাবের হলেও চতুর বলতে হয়। গাছের ডালে সারাক্ষণ বসে থাকলেও শিকারের কাজটা ঠিকই করছে ! গিরগিটির লম্বা জিহ্বার কাছে পোকামাকড়গুলো আসলেই অসহায়। কোন পোকা গিরগিটি থেকে ১ মিটার দূরে থাকলেও গিরগিটির লম্বা জিহ্বা ঠিকই সেই পোকাটাকে খুঁজে নিবে ! 

নিচের ভিডিওটিতে তোমরা দেখতে পারবে কিভাবে গিরগিটি একটি মাছি শিকার করছে। 

 

    

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন