অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার 'ফিলিপ হিউজ'।
টানা ২ দিন মৃত্যুর সাথে লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। তার মৃত্যুতে শোকার্ত গোটা ক্রিকেট দুনিয়া।
গত মঙ্গলবার সিডনিতে ঘরোয়া লীগ চলাকালে শন অ্যাবোটের একটি বাউন্সারে মাথার পেছন দিকে আঘাত পান হিউজ।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি মুখ থুবড়ে মাঠে পড়ে যান। তৎক্ষণাৎ তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়। তিনি কোমায় চলে যান।
ডাক্তাররা তার মাথায় অস্ত্রোপচার করেন। কিন্তু সব চেষ্টা উপেক্ষা করে তিনি চলে গেলেন।
বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে দলের চিকিৎসক পিটার ব্রুকনার জানান, সেন্ট ভিনসেন্টস হাসপাতালে মারা যান হিউজ।
৩০ নভেম্বর ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার ম্যাক্সভিলে জন্মগ্রহণ করেন ফিলিপ জোয়েল হিউজ। ২০১৩ সালের হিসাব অনুয়ায়ী, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ওরচেস্টারশায়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন।
মাত্র ২০ বছর বয়সে ২০০৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার আগে নিউ সাউথ ওয়েলসের সাথে দুটি সিজনের জন্য খেলেন তিনি। বাঁ-হাতি এই ব্যাটসম্যান জাতীয় দলে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতেন।
ফিলিপ হিউজের ক্যারিয়ার |
|
টেস্ট |
২৬ |
ইনিংস |
৪৯ |
রান |
১,৫৩৫ |
সর্বোচ্চ রান |
১৬০ |
গড় |
৩২.৬৫ |
ফিলিপ হিউজ টেস্ট শতক |
|||||
স্কোর |
ম্যাচ |
প্রতিপক্ষ |
শহর/দেশ |
মাঠ |
বছর |
১১৫ |
২ |
দক্ষিণ আফ্রিকা |
ডারবান, দক্ষিণ আফ্রিকা |
কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড |
২০০৯ |
১৬০ |
২ |
দক্ষিণ আফ্রিকা |
ডারবান, দক্ষিণ আফ্রিকা |
কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড |
২০০৯ |
১২৬ |
১৩ |
শ্রীলঙ্কা |
কলম্বো, শ্রীলঙ্কা |
সিংহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড |
২০১১ |