অ্যাডিলেইড অভাল
ক্রিকেট ভক্তদের কাছে অ্যাডিলেইড অভাল একটি পবিত্র ভূমি। দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে অবস্থিত এ স্টেডিয়ামটি ক্রিকেট ইতিহাসে সমৃদ্ধ। ১৮৭১ সালে প্রতিষ্ঠিত এ স্টেডিয়াম ক্রিকেটের অনেক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে আছে।
অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্রাডম্যানের ক্যারিয়ারের হোম গ্রাউন্ড ছিল এ স্টেডিয়াম। এখন এটি সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশানের এবং অস্ট্রেলিয়ান ঘরোয়া লীগ বিগ ব্যাশ টিম অ্যাডিলেইড স্ট্রাইকারসের হোম গ্রাউন্ড।
২০১৪ সালে সাউথ অস্ট্রেলিয়ান সরকার এ স্টেডিয়ামের বেশ কিছু পুনঃসংস্কার করেন। এসময় স্টেডিয়ামের ধারণক্ষমতা বৃদ্ধি করা হয় এবং দর্শকদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়। বর্তমানে মাঠটির ধারণক্ষমতা ৫৩,৫০০ জন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
অস্ট্রেলিয়ান খেলাধূলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG)। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্যই তীর্থক্ষেত্র নয়। এখানে ১৯৫৬ সালে অলিম্পিক গেমস এবং ২০০৬ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিলো।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এখানে আন্তর্জাতিক রাগবি, রাগবি লীগ, ফুটবল এবং এএফএল ম্যাচের আয়োজন করা হয়। এই স্টেডিয়াম মেলবোর্নের স্টেট ক্রিকেট টিম, ভিক্টোরিয়ান বুশরেঞ্জার্স এবং বিগ ব্যাশের মেলবোর্ন স্টার্সের হোম গ্রাউন্ড।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড প্রতিষ্ঠিত হয় ১৮৫৩ সালে। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি এই স্টেডিয়ামেই খেলা হয়। সেকারণে এই মাঠকে টেস্ট ক্রিকেটের জন্মস্থান বলা হয়। শুধু তাই নয়, ১৯৭০-১৯৭১ সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট ইতিহাসের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটিও এ মাঠেই খেলা হয়েছিলো।
১৯৯২ সালে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলাটিও এ মাঠে অনুষ্ঠিত হয়। এই মাঠে একইসাথে অবস্থিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস মিউজিয়াম যা কিনা অস্ট্রেলিয়ার খেলাধূলার অনেক ইতিহাসই বহন করছে। স্টেডিয়ামটি মূল শহরের খুব কাছেই অবস্থিত বলে ট্রেনে বা ট্রামে অল্প সময়েই যাওয়া যায়। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ১ লাখেরও বেশি।
ইডেন পার্ক
ইডেন পার্ক নিউজিল্যান্ডের সবচাইতে বড় স্টেডিয়াম। নিউজিল্যান্ডের সর্ববৃহৎ শহর অকল্যান্ডে অবস্থিত স্টেডিয়ামটি। ইডেন পার্ক ১৯১০ সাল থেকে অকল্যান্ড ক্রিকেটের এবং ১৯২৫ সাল থেকে অকল্যান্ড রাগবির হোম গ্রাউন্ড।
এই মাঠের ১০০ বছরের ইতিহাস নিউজিল্যান্ডের অনেক গর্বিত মুহূর্তের সাক্ষী হয়ে আছে। এখানে ১৯৫০ সালে এম্পায়ার গেমস, ১৯৮৭ সালে ইনঅগ্যুরাল রাগবি ওয়ার্ল্ড কাপ, ২০১১ সালের রাগবি ওয়ার্ল্ড কাপ এবং ১৯৯২ সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়।
১৯০০ সালের শুরুর দিক থেকেই এখানে গুরুত্বপূর্ণ অনেক রাগবি এবং ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৫০ হাজার জন।