গত ১৯ মার্চ রাতে স্থানীয় সময় সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পালন করা হয়েছে আর্থ আওয়ার বা ধরিত্রী ঘণ্টা।
আর্থ আওয়ার প্রতি বছরই বিশ্বজুড়ে প্রায় প্রতিটি দেশে পালন করা হয়। এই এক ঘণ্টা বাসা-বাড়ি, অফিস-আদালত সব জায়গায় যতটা সম্ভব লাইট, ফ্যান বা যেকোনো ধরণের বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বন্ধ রাখা হয়।
এই কাজ নিঃসন্দেহে আমাদের বিদ্যুৎ সাশ্রয় করে। কিন্তু এর মূল বার্তাটা আরও গভীর। আমাদের জীবনে বিদ্যুতের ভূমিকা কতোটা তাৎপর্যপূর্ণ সেটা উপলব্ধি করা। সেই সাথে আমাদের ধরিত্রীকে বাঁচাতে যে আমরা যেকোনো সময় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সে বার্তাও সবাইকে পৌঁছে দেয়া।
২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মত আর্থ আওয়ার উৎযাপন করা হয়। এ বছর ১৭২টি দেশের প্রায় ৭ হাজার শহরের কোটি কোটি মানুষ তাদের বিদ্যুৎ ব্যবহার বন্ধ রেখে ধরিত্রী ঘণ্টা পালন করে। বিখ্যাত অনেক স্থাপনা যেমন আইফেল টাওয়ার, বুর্জ খলিফা, সিডনি হারবার ব্রিজ এসব জায়গাও ১ ঘণ্টার জন্য অন্ধকার হয়ে থাকে।