বিশ্বের সর্ববৃহৎ ওএলইডি ডিসপ্লে আনছে এলজি

বিশ্বের সবচেয়ে বড় ৮কে এলইডি ডিসপ্লে আনছে এলজি। আসন্ন কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) এ নতুন এই ডিসপ্লে উন্মোচন করবে দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

এর আগে সবচেয়ে বড় ওএলইডি ডিসপ্লে ছিলো ৭৭ ইঞ্চির। সেটি ছিলো ৪কে রেজ্যুলিউশনের। এলজি, সনি ও প্যানাসনিকের এই ডিসপ্লে রয়েছে। তবে এসব প্রতিষ্ঠান এলজির কাছ থেকে ওএলইডি প্যানেল নিয়ে থাকে।

সর্ববৃহৎ ও সর্বোচ্চ রেজ্যুলিউশনের ৮৮ ইঞ্চির এই ডিসপ্লের দাম কেমন হবে এবং তাতে কি ধরণের বাড়তি ফিচার থাকবে এসব বিষয়ে অবশ্য এলজির পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ওএলইডি টেলিভিশন থেকে সরে গিয়ে কিউএলইডি টেলিভিশন তৈরিতে মনোযোগি হওয়ায় বর্তমানে বড় আকারের ওএলইডি ডিসপ্লে তৈরির সবচেয়ে বড় প্রতিষ্ঠান এখন এলজি। এই খাতে বিপুল পরিমাণে বিনিয়োগও করেছে প্রতিষ্ঠানটি।

এনগ্যাজেট অবলম্বনে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন