ভাইকিংদের হলরুম

প্রত্নতত্ত্ববিদেরা সুইডেনে মাটি খুঁড়ে বিশাল আকৃতির একটা হলরুম খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, ভাইকিংদের(স্ক্যান্ডিনেভিয়ার সমুদ্রচারী ব্যবসায়ী, যোদ্ধা ও জলদস্যুদের বিশেষ দলকে বোঝায়) রাজকীয় পান আর ভোজসভার আয়োজন করা হতো এ হলরুমে।

অবশ্য উঁচু মাটির ঢিবি দেখে এটিকে প্রথমে কোন সমাধিক্ষেত্র হিসেবে ধারণা করা হয়েছিলো। কিন্তু স্টকহোম ইউনিভার্সিটি আর উমেয়া ইউনিভার্সিটি থেকে অধ্যাপকেরা এসে শুরু করলেন নতুনভাবে গবেষণা।

কাঠামোটা আসলে কিসের তা বের করার জন্য তারা এক ধরণের রাডার ব্যবহার করলেন যা মাটির নিচে কি আছে তা বের করতে পারে। তখনই তারা নিশ্চিত হলেন এটা ভাইকিংদের রাজকীয় ভোজসভার স্থান।

ভবনটি ১৫০ ফুট দীর্ঘ আর ৪০ ফুট প্রশস্থ ছিল। ৪টি ভিন্ন প্রবেশদ্বার ছিল এ ভবনের। মাঝখানে বিরাট আকৃতির একটা ফায়ার পিট ছিল যেখানে আস্ত বন্য ভাল্লুকও রোস্ট করার মতো ব্যবস্থা ছিল। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন