সম্প্রতি মেক্সিকোতে একটি ট্রাক থেকে বেশ কিছু তেজস্ক্রিয় পদার্থ চুরি হওয়ার পর সেখানকার বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন।
তবে তেজস্ক্রিয় পদার্থ হারিয়ে যাওয়ার ঘটনা মেক্সিকোতে এটিই প্রথম নয়।
মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, দক্ষিণের তাবাস্কো রাজ্যের কারদেনাস শহরে একটি ট্রাক থেকে ইরিডিয়াম-১৯২ নামক এই তেজস্ক্রিয় পদার্থ চুরি হয়েছে।
তবে শুধু তাবাস্কোর জনগণই নয়, আশেপাশের অঙ্গরাজ্যগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ জনগণের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই তেজস্ক্রিয় পদার্থ মানবদেহের জন্য মারাত্মক হুমকি বয়ে আনতে পারে। যথাযথ নিরাপত্তা ছাড়া এই পদার্থের সংস্পর্শে কিছুক্ষণ থাকলেই তা স্বাস্থ্যের ভয়াবহ ক্ষতি করে ফেলতে পারে। আর বেশি পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ হলে এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যাবে।
এ পর্যন্ত মেক্সিকোতে তেজস্ক্রিয় পদার্থ চুরির সর্বশেষ ঘটনা এটি। চুরি করার সময় চোররা আসলে কি চুরি করছে বা সেগুলো কি পরিমাণ ক্ষতি করতে পারে সে সম্পর্কে তাদের কোন ধারণা ছিল না।
২০১৩ সালের শেষের দিকে এরকম ৫ জন চোরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তারা মেক্সিকো সিটির কাছ থেকে একটি ট্রাক চুরি করেছিল যাতে ক্যান্সারের চিকিৎসার জন্য কোবাল্ট-৬০ নামক উচ্চ তেজস্ক্রিয় পদার্থসম্পন্ন একটি চিকিৎসাযন্ত্র ছিল।
এ বছরের ফেব্রুয়ারি মাসে তেজস্ক্রিয় পদার্থ বহনকারী তিনটি চুরি যাওয়া ট্রাক উদ্ধার করে মেক্সিকোর পুলিশ। গত বছর জুলাইতেও এরকম আরেকটি ঘটনা ঘটেছিল।