বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৮৩টি দেশে শিশুখাদ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে সেই আশংকায় সেসব দেশ থেকে ফ্রান্সের শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ল্যাকটালিস তাদের উৎপাদিত পণ্য ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে। ফলে দোকানে পাওয়া গেলেও ল্যাকটালিসের পণ্য আপাতত পরিহার করুন।
গত ডিসেম্বরে প্রতিষ্ঠানটির কারখানায় সালমোনেলা নামের ব্যাকটেরিয়া পাওয়া যায়। বিভিন্ন দেশে এই ব্যাকটেরিয়ার প্রভাবে অনেক শিশু অসুস্থ হওয়ার অভিযোগও পাওয়া যায়। আর তাই কোম্পানির পক্ষ থেকে পণ্যগুলো ফিরিয়ে নেয়ার আদেশ দেওয়া হয়।
সালমোনেলা নামের ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া, বদহজম, জ্বর দেখা দেয়। খাদ্য ও পানীয়ের মাধ্যমে সাধারণত এটি পাকস্থলিতে প্রবেশ করে। এটি খুবই জীবনঘাতী, বিশেষ করে শিশুদের জন্য।
ল্যাকটালিসের পণ্য খেয়ে অসুস্থ হওয়ার কারণে এখন পর্যন্ত আদালতে ৩৫টি মামলা হয়েছে। যার অধিকাংশই ফ্রান্স ও স্পেনে।
ল্যাকটালিস বিশ্বের বিভিন্ন দেশে মিলমেল, পিকট ও সেলি ব্রান্ডের নামে শিশু দুগ্ধপণ্য বাজারজাত করে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ দুগ্ধপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ২১ বিলিয়ন ডলার।
তথ্যসূত্র : বিবিসি