শতাব্দীর প্রথম পূর্ণ সূর্যগ্রহণ

এই শুক্রবার, মার্চের ২০ তারিখ বছরের প্রথম এবং একমাত্র পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। এইদিন পৃথিবী এবং সূর্যের ঠিক মাঝ দিয়ে চাঁদ অতিক্রম করবে।

শুধু তাই নয়, খুবই দুর্লভ একটি সূর্যগ্রহণ হতে যাচ্ছে এ বছর। দিনটি পড়েছে বসন্তের প্রথম দিন। এই দিন চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটে অবস্থান করে, যাকে বলা হয় ‘সুপারমুন’। অবশ্য সুপারমুন একটি নতুন চাঁদ হওয়ার কারণে পৃথিবীর কাছে এটি অদৃশ্য থাকে।

এই শতাব্দীতে বসন্তের প্রথম দিনে সূর্যগ্রহণ পড়েছে প্রথমবারে মত। পরবর্তীতে এরকম সূর্যগ্রহণ আবার দেখা যাবে ২০৩৪ সালে। এরপর আবার দেখা যাবে ২০৫৩ ও ২০৭২ সালে।

অবশ্য যুক্তরাষ্ট্রে কেউই এই সূর্যগ্রহণ পুরোপুরি দেখতে পারবে না। উত্তর আফ্রিকা এবং পুরো ইউরোপ খুব সামান্য দেখতে পারবে। ম্যাপে চিহ্নিত লাল অংশটুকু থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশ থেকে এ সূর্যগ্রহণ একেবারেই দেখা যাবে না।

সবচাইতে আকর্ষণীয় ঘটনা অর্থাৎ যখন চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলবে, সে ঘটনা দেখা যাবে স্থানীয় সময় রাত ৯.৪৬ মিনিটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন