সবচেয়ে ছোট্ট হরিণ

ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর একটি হরিণের জন্ম হয়েছে নিউইয়র্কে। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি সোমবার এই ঘোষণা দেয়। তারা জানায় এটি একটি পুরুষ হরিণ।

সাউদার্ণ পুডু ফন নামের এ হরিণ পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির হরিণ। কুইন্স চিড়িয়াখানায় ১২ মে এর জন্ম হয়।

ছোট্ট এই হরিণ শাবকটি এখনো পরিচর্যার মধ্যে রয়েছে। তবে শীঘ্রই এটি ঘাসের উপর খেলে বেড়াবে। খেতে শুরু করবে ঘাস, পাতা, শস্য, গাজর ইত্যাদি।

এদের মোলায়েম বাদামী পশমের উপর থাকা সাদা ফুটকিগুলো বয়স বাড়ার সাথে সাথে মিলিয়ে যায়।

সাউদার্ণ পুডু সাধারণত এক ফুটের বেশি লম্বা হয়না। যখন এদের জন্ম হয় তখন এরা মাত্র ৬ ইঞ্চি থাকে আর ওজন থাকে মাত্র ১ পাউন্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন