সাগর নিয়ে জানা-অজানাঃ কাস্পিয়ান সাগর

কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম ভূবেষ্টিত জলাশয়। যদিও এটিকে সাগর বলা হয়ে থাকে কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি হ্রদ।

কাস্পিয়ান হ্রদ ইউরোপের পূর্ব প্রান্তে এবং এশিয়ার পশ্চিমে অবস্থিত। এই সাগর উত্তরপূর্বে কাজাখস্তান, উত্তরপশ্চিমে রাশিয়া, পশ্চিমে আজারবাইজান, দক্ষিণে ইরান এবং দক্ষিণপূর্বে তুর্কমেনিস্তান দ্বারা বেষ্টিত।

কাস্পিয়ানকে সাগর বলার মূল কারণ হচ্ছে এর আয়তন এতই বিশাল যে সেটা একটা সাগরের প্রায় সমান। আবার ইতিহাস বলছে রোমানরা যখন প্রথম এই সাগরের দক্ষিণাঞ্চলে আসে তখন এর পানি তাদের কাছে লবণাক্ত লেগেছিল। তাই তারা এটিকে সাগর বলে অভিহিত করে।

কাস্পিয়ান সাগরের আয়তন ৩ লাখ ৭১ হাজার বর্গকিমি অর্থাৎ কৃষ্ণ সাগরের আয়তনের অনেকটাই কাছাকাছি। এর সর্বোচ্চ গভীরতা ১০২৫ মিটার। এই পানিতে লবণাক্ততার পরিমাণ ১.২ শতাংশ।

ভলগা নদী এবং উড়াল নদী থেকে প্রচুর পরিমাণ স্বাদু পানি এ সাগরে পতিত হয়। কিন্তু তারপরও কোন কারণে কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী ও দক্ষিণ অংশের পানি লবণাক্ত।

কাস্পিয়ান সাগর থেকে প্রচুর স্টারজন মাছ (স্বাদু পানির সবচাইতে বড় মাছ) ধরা হয় এবং এই মাছের ডিম থেকেই ক্যাভিয়ার নামক সুস্বাদু খাবার তৈরি করা হয়। এছাড়াও কাস্পিয়ান সাগরের আশেপাশে বেশ কয়েকটি গ্যাসক্ষেত্র এবং তেলের খনি রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন