স্ট্রাইকরেট

শুরু হয়ে গেছে ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট, আর এই জমকালো খেলার আসর নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই। যার যার প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। এর পাশাপাশি আমরা দিয়ে যাচ্ছি ক্রিকেট সম্পর্কীয় কিছু মজার সাধারণ তথ্য।

ক্রিকেটের ৩টি ভার্সন বর্তমানে রয়েছে। টেস্ট, ওডিআই এবং টি২০। এই তিন ফরমেটেই রয়েছেন আলাদা আলাদা সেরা ব্যাটসম্যান।

টেস্ট খেলায় সেরা ব্যাটসম্যান যাচাই করা হয় মূলত ব্যাটসম্যানের এভারেজ বা গড় রান দেখে।কিন্তু টি২০ আর ওডিআইতে একজন ব্যাটসম্যানের এভারেজের পাশাপাশি তার স্ট্রাইকরেট সমান ভূমিকা পালন করে। ওয়ানডেতে যে ব্যাটসম্যানের স্ট্রাইকরেট যত বেশী সেই ব্যাটসম্যান তত বেশী কার্যকরী। কেননা ওয়ানডে সীমিত ওভারের খেলা, তাই বলের পরিমাণও সীমিত। এই সীমিত বলের মধ্যে যে ব্যাটসম্যান যত বেশী রান করতে পারবে ততই তার স্ট্রাইকরেট বাড়বে। আর ম্যাচে নিজস্ব স্ট্রাইকরেট বেড়ে যাওয়া মানে দলের রান দ্রুত বেড়ে যাওয়া। তাই, ওয়ানডেতে স্ট্রাইকরেট ব্যাপারটা অনেক Vital ফ্যাক্টর হিসেবে ধরা হয়। টি২০ খেলায় যে খেলোয়াড়ের স্ট্রাইকরেট বেশী দলে তার গুরুত্বও বেশী থাকে অন্য যে কোন কারও থেকে।       

আজ আমরা জানবো স্ট্রাইকরেট কি এবং কিভাবে এটি বের করা হয়ঃ

ব্যাটসম্যানের স্ট্রাইকরেট= (ব্যাটসম্যানের রান / মোকাবেলা করা বল সংখ্যা) X ১০০

অর্থাৎ, ব্যাটসম্যান খেলায় যে রান করেছে যত বল খেলে তার শতকরা হিসাব।   

যেমনঃ

কোনো ব্যাটসম্যান ৭৫বলে ৮৪ রান করলো। তাহলে তার স্ট্রাইকরেট হবেঃ

(৭৫/৮৪)*১০০=৮৯.২৯

ওডিআই ক্রিকেটে ১০০০ এর বেশি রান সংগ্রহকারী খেলোয়াড়দের মধ্যে স্ট্রাইকরেট সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের (১২১.৮৭)। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদআফ্রিদী (১১৬.৮৬)।

উপরের স্কোরকার্ডে একদম ডানে SR নামে যে লেখাটা রয়েছে তাই মূলত প্রত্যেক ব্যাটসম্যানের স্ট্রাইকরেট নির্দেশ করছে। 

স্ট্রাইকরেট যে শুধুমাত্র ব্যাটসম্যানদের হয়, তা কিন্তু নয়। বোলারদেরও স্ট্রাইকরেট থাকে।

একজন বোলার এক ম্যাচে কয়টি বল করলো এবং কয়টি উইকেট পেলো, তার অনুপাত হচ্ছে ঐ বোলারের স্ট্রাইকরেট। অথবা একজন বোলার একটি উইকেট পেতে গড়ে কয়টি বল তার লেগেছে তাই হচ্ছে বোলারের স্ট্রাইকরেট। টেস্ট খেলায় বোলারের স্ট্রাইকরেট খুব গুরুত্বপূর্ণ। কেননা টেস্ট খেলায় বোলারদের প্রাথমিক লক্ষ্যই থাকে যত দ্রুত উইকেট পাওয়া যায় তার দিকে। ওয়ানডেতে উইকেট পাওয়ার পাশাপাশি যত কম সম্ভব রান দেওয়া যায় তার দিকেও খেয়াল রাখতে হয় বোলারদের।   

২০১৪ সাল শেষে ওডিআইতে সবচেয়ে ভালো স্ট্রাইকরেট রয়েছে দক্ষিণ আফ্রিকার গতি দানব ডেল স্টেইনের। তার স্ট্রাইকরেট  ৪১.৪।

স্ট্রাইকরেটের এই হিসেব যে পদ্ধতিতে প্রতি ম্যাচে করা হয়, একই পদ্ধতিতে পুরো ক্যারিয়ারেরও স্ট্রাইকরেট বের করা হয়। 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন