বাজারে জোর গুজব আগামী এপ্রিলে বা তার পরে বাজারে আসতে পারে অ্যাপল আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৬সি’। খবর সিএনএন’র।
কেজিআই’র নিরাপত্তা গবেষক মিং-চি কুয়ো’র ধারণামতে, ২০১৬ সালের এপ্রিলের দিকে অ্যাপল ৪ ইঞ্চি ডিসপ্লেবিশিষ্ট একটি আইফোন বের করার ঘোষণা দিতে পারে। এর আগেও অ্যাপল নিয়ে এই ব্যক্তির অনেক ধারণাই সত্যি হয়েছে।
কুয়ো বলছেন, ২০১৬ শেষ পর্যন্ত অ্যাপল ২০ থেকে ৩০ মিলিয়ন ছোট আকারের আইফোন বাজারে ছাড়বে। তবে এসব ফোনে বড় আইফোনের অনেক ফিচারই থাকার সম্ভাবনা কম যেমন থ্রিডি টাচ।
তবে এটি মেটাল দ্বারা তৈরি হবে। ৫সি’র মত প্লাস্টিকের হবে না।
২০১৪ সালে ৪.৭ ইঞ্চি ডিসপ্লের আইফোন সিক্স এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লের আইফোন সিক্স প্লাস বাজারে আনার পর অনেক আইফোন ব্যবহারকারীই বলছেন, এতোবড় ফোন তাদের এক হাতে চালাতে কষ্ট হচ্ছে।
অনেকেই পুরনো আইফোনগুলোর মত ৪ ইঞ্চি ডিসপ্লে পছন্দ করে। এ কারণেই অ্যাপল ছোট আকারের তবে উন্নততর আইফোন বাজারে আনার পরিকল্পনা করছে বলে সবাই ধারণা করছে।
যদিও এখনো ৪ ইঞ্চি ডিসপ্লের আইফোন ৫-এস বাজারে পাওয়া যাচ্ছে তবে এ বছরের পর সেটি আর পাওয়া যাবে না বলে জানিয়েছে অ্যাপল।
অ্যাপল সাধারণত নতুন একটি ফোন বাজারে আনলে আগের দুটি সংস্করণের দাম কমিয়ে দেয় এবং তৃতীয়টির নির্মাণ উৎপাদন বন্ধ করে দেয়। এই হিসেবে চলতে থাকলে আগামী বছর বাজারে ৪ ইঞ্চি কোন আইফোন থাকার কথা নয়।
তবে নতুন ফোনটির নাম সিক্স সি হবে নাকি সেভেন সি হবে সে ব্যাপারে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।