পানি দিয়ে গানের সুর !

      বন্ধুরা, পানি দিয়ে গানের সুর তৈরি করা যায় তা কি আগে শুনেছো ??

      কি কি লাগবেঃ

  • ৪-৫ টা পানির গ্লাস
  • পানি
  • একটা পেন্সিল

  পরীক্ষাঃ

  • প্রথমে ৪-৫ টা পানির গ্লাসকে এক লাইনে সাজাবো 
  • তারপর, প্রতিটা গ্লাস ভিন্ন ভিন্ন পরিমাণের পানি নিয়ে পরিপূর্ণ করি। অর্থাৎ, প্রথম গ্লাসে অল্প পরিমাণ পানি, পরবর্তী গ্লাসে আগের চেয়ে একটু বেশী পরিমাণের পানি নিবো। এভাবে শেষ গ্লাসটিতে সবচেয়ে বেশী পরিমাণ পানি নিয়ে পরিপূর্ণ করবো
  • এবার, একটা পেন্সিল দিয়ে যে গ্লাসটিতে সবচেয়ে কম পরিমাণ পানি নেওয়া হয়েছে ও যে গ্লাসটিতে বেশী পরিমাণ পানি নেওয়া হয়েছে তা আঘাত করে দেখি
  • আচ্ছা, তুমি যে দুইটা গ্লাসে আঘাত করেছো তা কি একই শব্দ উৎপন্ন করছে? 
  • এবার, পেন্সিল দিয়ে বাকি গ্লাসগুলোতে আঘাত করো। মজার বিষয় হচ্ছে, তুমি প্রতিটা গ্লাস থেকে ভিন্ন ভিন্ন শব্দ শুনতে পারবে
  • বন্ধুরা, এবার একটা ক্রম(Sequence) বজায় রেখে গ্লাসে আঘাত করতে থাকো দেখবে শব্দের ভিন্নতার কারণে একটা সুন্দর সুর তুমি শুনতে পারবে

 

ফলাফলঃ   প্রতিটা গ্লাসের শব্দের ভিন্নতা গ্লাসের পানির পরিমাণের উপর নির্ভর করে। যে গ্লাসটিতে সবচেয়ে কম পরিমাণ পানি রয়েছে তার শব্দের তীক্ষ্ণতা সবচেয়ে বেশী ও যে গ্লাসে সবচেয়ে বেশী পরিমাণ পানি রয়েছে তার তীক্ষ্ণতা সবচেয়ে কম।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন