শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইনচনের সেমি-ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে বাংলাদেশের প্রমিলা ক্রিকেট দল। বাংলাদেশের পান্না ঘোষের বোলিং তোপের মুখে ১০ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে লতা মণ্ডলের ব্যাট থেকে। দলের সংগ্রহে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখেন ফারজানা হক পিঙ্কি।অধিনায়ক সালমা খাতুন করেন ১৪ রান।
মাত্র ৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার মেয়েরা। স্কোরবোর্ডে ১৬ রান উঠতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ৭০ রান তোলে শ্রীলঙ্কার মেয়েরা।
উল্লেখ্য ২০১০ সালের চীনের গোয়াঞ্জোতে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে রূপা পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারে দক্ষিণ কোরিয়ায় নিশ্চিত হলো রূপা।
শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। গত আসরের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রূপা নিয়ে দেশে ফেরে বাংলাদেশের মেয়েরা।