নতুন বিশ্ব বাণিজ্য কেন্দ্র

আমেরিকার সবচাইতে উঁচু ভবন ‘ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ উদ্বোধন করা হল গত ৩ নভেম্বর। ১৭৭৬ ফুট বা ৫৪১ মিটার উচ্চতার এ ভবনটি আমেরিকার উচ্চতম এবং বিশ্বের ৩য় উচ্চতম ভবন।

ভবনটি ১০৪ তলা। এর চাইতে উঁচু ভবন দুইটি হচ্ছে যথাক্রমে দুবাইয়ের বুর্জ খলিফা এবং সৌদি আরবের মক্কায় অবস্থিত মক্কা রয়াল ক্লক টাওয়ার। নতুন বিশ্ব বাণিজ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে আগের টুইন টাওয়ার বা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের স্থানেই।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এক সন্ত্রাসী হামলায় পুরো ভবনটি ধ্বসে পড়ে এবং প্রায় ৩০০০ মানুষ মারা যায়। তারপর প্রায় ৮ বছর সময় লেগেছে নতুন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করতে।

তবে মজার বিষয় হচ্ছে, নতুন বাণিজ্য কেন্দ্রটির উচ্চতা নির্ধারণ করা হয়েছে আমেরিকার স্বাধীনতার সালের সঙ্গে। ভবনটির উচ্চতা ১৭৭৬ ফুট আর ১৭৭৬ সালেই গ্রেট ব্রিটেনের কাছ থেকে আমেরিকা স্বাধীনতা লাভ করে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন