বিজ্ঞানমনস্ক প্রজন্ম পারে দেশকে এগিয়ে নিতে। নিরন্তর বিজ্ঞানচর্চার মধ্যে দিয়ে আগামীর প্রজন্ম দেশকে পৌঁছে দিতে পারে উন্নতির সর্বোচ্চ শিখরে। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে মার্চের ১৯, ২০ ও ২১ তারিখ টানা তিনদিন ব্যাপী সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ' বার্ষিক বিজ্ঞান ফেস্টিভ্যাল-২০১৫ ' । Scintilla Science Club এই ফেস্টিভ্যালটি আয়োজন করছে। কলেজ প্রাঙ্গনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।
বিভিন্ন স্কুলের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। প্রোজেক্ট ডিসপ্লে, সুডুকো প্রতিযোগিতা, গণিত, পদার্থ ও রসায়ন অলিম্পিয়াড, রুবিক'স কিউব প্রতিযোগিতা, প্রোগ্রামিং কন্টেস্ট, বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সেমিনার, কুইজ প্রতিযোগিতা, স্ক্র্যাপবুক প্রতিযোগিতা ইত্যাদি ইভেন্ট নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের এই ফেস্টিভাল।
বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ হতে পারে গেমিং কনটেস্ট। গেমিং এর মধ্যে রয়েছে FIFA 14 ও DOTA 2।