আগামী ১০ জুন শুরু হতে যাচ্ছে ইউরো কাপের ১৫তম আসর। ফ্রান্সে আয়োজিত এবারকার এই কাপের ফাইনাল হবে ১০ জুলাই।
১৯৬০ সালের পর থেকে প্রতি ৪ বছর পর পর এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে আসছে। শুধুমাত্র ইউরোপের দেশগুলো এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে।
এবারের ইউরো কাপের ফরম্যাটে আসছে বড় ধরণের পরিবর্তন। প্রথমবারের মত গ্রুপ পর্বে খেলবে ২৪টি দল। ৪টি করে দল থাকবে ৬টি গ্রুপে। প্রতি গ্রুপ থেকে সেরা ২টি করে ১২টি দল যাবে পরের পর্বে। এছাড়া, ছয় গ্রুপ থেকে সেরা ৪ তৃতীয় স্থানীয় দলও যোগ দিবে ১২ দলের সাথে অর্থাৎ মোট ১৬টি দল যাবে পরের পর্বে। এরপর শুরু হবে নকআউট পর্বগুলো।
১৯৬০ এবং ১৯৮৪ সালের পর এই নিয়ে ৩য় বারের মত আসর আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স। মোট ১০টি ভেন্যুতে হবে সবগুলো খেলা। ফাইনাল হবে সেন্ট ডেনিসের ‘স্টাডে দে ফ্রান্স’-এ।
ফ্রান্স ২ বার ইউরো কাপ জিতেছে। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন যারা ৩ বার জিতেছে এই শিরোপা। এছাড়া জার্মানিও ৩ বার এই শিরোপা অর্জন করেছে।
এবারের ইউরো কাপের মাসকট হচ্ছে ‘সুপার ভিক্টর’। এটি ফ্রান্সের ফুটবল টিমের জার্সি পড়া একটি বাচ্চা সুপারহিরো। এবারের অফিশিয়াল ম্যাচ বল ‘ব্যুয়ো জ্যু’ উন্মোচন করেন জিনেদিন জিদান।