ফিরে আসছে মাউন্ট ডেনালি

কতােকিছুই তো বদলায় তবে কখনো আবার তা ফিরেও আসে। এই যেমন উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি ফিরে এসেছে। আস্ত একটা পাহাড় কোথায়ই বা গিয়েছিল কোথা থেকেই বা ফিরে এল?

ব্যাপারটা খুল বলা যাক, উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু পর্বত 'মাউন্ট ম্যাককিনলি'। কিন্তু এখন আর সেটি ম্যাককিনলি নেই নাম পাল্টে সেটি হয়ে গেছে ডেনালি। তবে চমকে যাবার কোন কারণ নেই। এই পর্বতের উচ্চতা কমে যায়নি, শুধুমাত্র এর পুরাতন নাম ফিরে পেয়েছে।

এই পর্বতের আগের নাম ছিল মাউন্ট ডেনালি। ১৯১৭ সালে যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামানুসারে এই পর্বতের নামকরণ করা হয় মাউন্ট ম্যাককিনলি।

মাউন্ট ডেনালির উচ্চতা ২০,৩২০ ফুট বা ৬,১৯৩ মিটার। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এটি অবস্থিত। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে আলাস্কা আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। আমেরিকার উত্তর পশ্চিমাংশে এটি অবস্থিত।

আলাস্কা আগে রাশিয়ার অংশ ছিল। ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র এই বিশাল এলাকা মাত্র ৭.২ মিলিয়ন ডলারে রাশিয়ার কাছ থেকে কিনে নেয়। প্রতি একর জায়গার দাম পড়ে মাত্র দেড় টাকা।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন