পেরিস্কোপ শট

ক্রিকেট বিশ্বে নিত্যনতুন সব অদ্ভুত আর চমৎকার জিনিস বেরিয়ে আসছে দর্শকদের মন মাতানোর জন্য। কখনও কোন বোলার তার বোলিং স্টাইলে দর্শকদের মন জিতে নিচ্ছে, আবার কেউ বা ব্যাটিং দেখিয়ে। অদ্ভুত ভঙ্গিতে ব্যাট ঘুরিয়ে বাউন্ডারি হাঁকানো প্রথম সারির ব্যাটসম্যানরা বেশ ভালই পারেন। তিলকারত্নে দিলশান তাঁর বিখ্যাত “দিলস্কুপ” ( Dilscoop ) শট মেরে বাউন্ডারি হাঁকান। এছাড়াও কেভিন পিটারসনের “সুইচ হিট” ( Switch hit ), মহেন্দ্র সিং ধোনির “হেলিকপ্টার শট” ( Helicopter Shot ), এবং বীরেন্দর শেওয়াগের “আপার কাট” ( Upper Cut ) সবার কাছেই প্রিয়। এমনকি বাংলাদেশের আশরাফুলের প্যাডল স্কুপ ( Paddle Scoop ) বা সাকিব আল হাসানের আপার স্কুপ ( Upper Scoop ) ও অদ্ভুত সব ক্রিকেটীয় শটের মধ্যে অন্যতম। এছাড়াও প্রতিদিনই বের হয়ে আসছে আরও নতুন নতুন স্টাইল।

একটা সময় ছিল, যখন ক্রিকেট বিশ্বে গুটিকয়েক দল রাজত্ব করে বেড়াতো। কিন্তু এখন আর সেই দিন নেই, ছোট ছোট দলগুলোও প্রায়ই চমক দেখাচ্ছে। আর বাংলাদেশের কাছে চমক পেতে পেতে এখন সবাই মেনেই নিয়েছে যে বাংলাদেশ এখন আর কোন ছোট দল নেই। বাংলাদেশের তরুণ সব খেলোয়াড়েরা দর্শকদের মন জেতার পাশাপাশি খেলা জেতাতেও এখন ওস্তাদ।

প্রথম সারির সব ব্যাটসম্যানদের পাশে এখন নিজস্ব স্টাইলে বাউন্ডারি হাঁকিয়ে নাম লেখাতে চলেছেন বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকার। তাঁর হাঁকানো এই নতুন শটটিকে বলা হচ্ছে “পেরিস্কোপ শট” ( Periscope Shot )।

৭ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার টি টুয়েন্টি ম্যাচে বোলার কাইল অ্যাবট-এর একটি ডেলিভারি শর্টে থার্ড ম্যানের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠান। শটটি মারার সময় সৌম্য সরকার শরীরকে পেছনের দিকে বাঁকিয়ে ব্যাটটিকে বলের গতির সমান্তরালে চালিয়ে তাঁর ইচ্ছেমত বলের গতি ঠিক করেন। এই শটটি মারতে হলে সৌম্য সরকারের প্রয়োজন ছিল সঠিকভাবে সময়ের ব্যবহার এবং শারীরিক সামর্থ্য, যার কোনটারই তাঁর মধ্যে অভাব দেখা যায়নি। দর্শকরাও এই অদ্ভুত স্টাইলে বাউন্ডারি হাঁকানো দেখে বড়ই আনন্দ পেয়েছে।

যদিও অনেকেই বলছে যে সৌম্য সরকারের এই পেরিস্কোপ শটের সাথে নাকি বীরেন্দর শেওয়াগের আপার কাটের অনেক মিল আছে, আবার কারও সরাসরি মতামত হল এটি হচ্ছে আপার কাটেরই নতুন ভার্সন। এই মতামতের এখনও কোন সত্যতা পাওয়া না গেলেও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এর ফলাফল পাওয়া যাবে।

নিচের ভিডিওতে সৌম্য সরকারের পেরিস্কোপ শট দেখানো হয়েছেঃ 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন