অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ বাহিনীর কর্মকর্তা এবং কয়েকজন বিদ্বান ব্যক্তিদের তত্বাবধায়নে ২০১৮ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করতে যাচ্ছে নলেজিয়াম স্কুল অ্যান্ড কলেজ। বাংলা ও ইংরেজি মাধ্যমের এই স্কুলটিতে ইতিমধ্যেই নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে।
নলেজিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে থাকছেন শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ থেকে সম্প্রতি অবসরে যাওয়া অধ্যক্ষ কর্নেল মো. রাশিদুল ইসলাম খান।
ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি সার্কেলের টাওয়ার ৭১ এ অবস্থিত এই স্কুলে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কার্যক্রম চলবে। প্রাথমিকভোবে নার্সারী, কেজি, ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বাংলা এবং ইংরেজি মাধ্যমে ২০ ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
ভর্তির আবেদনের জন্য www.knowledgium-edu.org ওয়েবসাইটে Online Admission 2018 বাটনে ক্লিক করে নির্ধারিত পেইজে যেতে হবে। আবেদনকৃতদের সাক্ষাৎকার আগামী ২৩ ডিসেম্বর হতে ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।