পুরাতনকে বিদায় জানিয়ে আসছে নতুন বছর ২০১৮। বিদায়ী বছরের হিসাব-নিকাশ করছে সমগ্র বিশ্ব। পিছিয়ে নেই প্রযুক্তিবিশ্ব। অনেকের মনেই প্রশ্ন জেগেছে- ২০১৭ সালে সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তিপণ্য কি ছিলো? সেই প্রশ্নেরই উত্তর জানিয়েছে জিবিএইচ ইনসাইট।
ইউএসএ টুডেতে প্রকাশিত প্রতিবেদনে জিবিএইচ ইনসাইট জানিয়েছে, ২০১৭ সালে প্রযুক্তিপণ্য বিক্রিতে সবচেয়ে এগিয়ে অ্যাপল। পুরো বছরে প্রায় ২২৩ মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। যা গত বছরের তুলনায় ১২ মিলিয়ন বেশি।
মাত্র ৩৩ মিলিয়ন গ্যালাক্সি এস৮ ও নোট ৮ ফোন বিক্রি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। ২৪ মিলিয়ন ইউনিট বিক্রির মাধ্যমে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যামাজন ইকো ডট। এরপরে রয়েছে অ্যাপল ওয়াচ (২০ মিলিয়ন) ও নিনটেনডো সুইচ (১৫ মিলিয়ন)।
অ্যাপলের আইফোনের তালিকার মধ্যে রয়েছে আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন ১০। তবে প্রতিটি মডেল ঠিক কি পরিমাণ বিক্রি হয়েছে তা পরিস্কারভাবে জানায়নি গবেষণা প্রতিষ্ঠানটি। তবে ব্লুমবার্গ জানিয়েছে বেশি দামের আইফোনের তুলনায় কমদামি আইফোনগুলোর চাহিদা ছিলো বেশি।
সূত্র : ম্যাশেবল