লেকের পাশেও যদি আপনার ঘরটি যথেষ্ট ভালো না লাগে, তাহলে পানির উপরেই কাটাতে পারেন কয়েকটা দিন। লেকের মাঝে ভাসমান বাড়িতে থাকার পাশাপাশি চাইলে মাছও ধরতে পারবেন। হ্যাঁ, তেমনই ভাসমান বাড়ি আছে হাঙ্গেরির লেক বোকোডিতে।
স্থানীয়রা পুরো বছরেই এখানে না থাকলেও, শীতকালে কম তাপমাত্রা থাকার কারণে মৎসশিকারীরা জায়গাটিতে থাকতে ভালোবাসেন। ভ্রমণপ্রিয়াসীরা অপরূপ সৌন্দর্য্যের মাঝে সময় কাটাতে সেখানে বেড়াতে যান।
পাশেই অবস্থিত পাওয়ার প্লান্টের কুলিং পন্ড বা ঠান্ডা পুকুর হিসেবেই ব্যবহৃত এই লেকের পানিতে কখনও বরফ জমে না বা শুকিয়ে যায় না। ২০১৪ সালের আগে এই ভাসমান বাড়ি ততোটা আলোচিত হয়নি। তখন শুধুমাত্র স্থানীয় ও মৎসশিকারীরা এটি সম্পর্কে জানতেন।
২০১৪ সালে যখন বিং তাদের সার্চ পেইজে ভাসমান বাড়ির অসাধারণ ছবিটি প্রকাশ করে তখন থেকে এটি আলোচিত হয় ও জনপ্রিয়তা পায়। এমনকি মিউজিক ভিডিওতেও জায়গাটি স্থান পেয়েছে।