ঢাকা সেনানিবাসে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া অনলাইন ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রভাতী শাখায় বাংলা ও ইংরেজি মাধ্যমে এবং দিবা শাখায় শুধুমাত্র বাংলা মাধ্যমে প্রথম শ্রেনিতে ভর্তি নেয়া হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.acps.edu.bd) থেকে অনলাইন ভর্তি আবেদন করতে হবে।
আবেদনকারীর জন্ম নিবন্ধন অনুযায়ী ১ জানুয়ারি ২০১৯ তারিখে বয়স ০৬ থেকে ০৭ বছর হতে হবে। সাক্ষাতকার গ্রহণের সময় জন্ম নিবন্ধনের মূল কপি দেখাতে হবে। আর সামরিক বাহিনীর ক্ষেত্রে সাক্ষাতকারের সময় প্রত্যয়ন পত্র দেখাতে হবে।
সাক্ষাতকারের সময় ও তারিখ আগামী ০৫ ডিসেম্বর স্কুল নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সফলভাবে পূরনকৃত আবেদন পত্র পুনরায় এই লিংক (www.acps.edu.bd/download-admit) থেকে ডাউনলোড করা যাবে।