জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় জানানো হয়, আগামী ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা চলবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
এ সময় শিক্ষামন্ত্রী কোচিংয়ের বিষয়ে কঠোর হতে বলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে মনিটরিং বাড়ানোর আহ্বান জানান তিনি।