CRT, LCD নাকি LED ?

কম্পিউটারের মনিটর বা টিভি কিনতে দোকানে গেলেই অনেকে বিড়ম্বনায় পড়ে যান। সেলসম্যান বিভিন্ন Product দেখিয়ে বলতে থাকে এইটা CRT বা এইটা LED বা LCD। এই কথাগুলোর অর্থ জানা না থাকার কারণে অনেকেই বুঝতে পারেন না যে কোন স্ক্রিনের কী রকম সুবিধা ! 

* ডিসপ্লে টেকনোলজির মাঝে অন্যতম পুরানো সংস্কারটি হলো CRT। এটির পূর্ণ অর্থ Cathode Ray Tube । বিংশ শতাব্দীতে এর প্রায় একক রাজত্ব থাকলেও এখন Plasma TV বা LCD এর কারনে এর জনপ্রিয়তা অনেকটাই কম। LCD এর পূর্ণ অর্থ হল Liquid Crystal Display। আর LED এর পূর্ণ অর্থ Light Emitting Diode। LCD ও LED এর কার্যপ্রণালী ও সুবিধা-অসুবিধা প্রায় এক হলেও এদের মূল পার্থক্যটা হলো ব্যাকলাইটিংয়ে। সাধারণ LCD স্ক্রিনের ব্যাকলাইটের জন্য ব্যবহৃত হয় Cold Cathode Fluorescent Lamp ( CCFL ) আর LED স্ক্রিনে ব্যবহৃত হয় তুলনামূলক ছোট এবং অধিকতর উজ্জ্বল Light Emitting Diode ( LED ).

* CRT মনিটর/ টিভি স্ক্রিন তুলনামূলকভাবে বেশি বড় এবং ভারী, যেখানে LED বা LCD মনিটর/ টিভি স্ক্রিন হালকা-পাতলা এবং দেখতেও অনেক বেশি সুন্দর। হালকা হওয়ার কারণে LCD বহন করাও সহজ।

* CRT চালাতে অনেক বেশি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। বেশ কিছুক্ষন ব্যবহার করলে CRT এর পেছনদিক বেশ গরম হয়ে উঠে, তবে LCD খুবই কম উত্তপ্ত হয়। CRT এর স্ক্রিন বার্ন-ইন হওয়ার সম্ভাবনা আছে তবে LCD এই সমস্যা থেকে মুক্ত। LCD স্ক্রিন তুলনামূলক বেশি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

* কাগজে কলমে আপনার CRT স্ক্রিন যত ইঞ্চি হয় আসলে আপনি তার থেকে ০.৯-১.১ইঞ্চি কম স্ক্রিনে দেখতে পাওয়া যায়। স্ক্রিনের চারপাশে গ্লাসের ফ্রেমের জন্য এমনটা হয়। তবে LCD এই ঝামেলা থেকে মুক্ত। একটি ১৫ ইঞ্চি LCD তে আপনি পুরো ১৫ ইঞ্চি জুড়েই দেখতে পাবেন। তবে স্ক্রিন অনেক বড় হলে বড়জোর ০.১ ইঞ্চি স্ক্রিন কম হতে পারে। 

* তবে এতো অসুবিধা থাকা সত্ত্বেও এখনই CRT থেকে চোখ সরিয়ে নিবেন না। কারণ CRT কিছু দিক দিয়ে LCD থেকে এগিয়ে আছে। CRT এর রয়েছে হাই ডাইনামিক রেঞ্জ, ভালো কালার কোয়ালিটি এবং সমৃদ্ধ কালার রেঞ্জ। OLED ( Organic Light Emitting Diode ) বাদে অন্য কোন ডিসপ্লের কাছে CRT এর মত বিশাল কালার রেঞ্জ নেই। এছাড়া, CRT প্রায় যে কোনো রেজোল্যুশনের ছবি দেখাতে পারে।

* CRT এর ক্ষেত্রে Response Time নিয়ে চিন্তা করতে হয় না কারণ এর Response Time এতোই ক্ষুদ্র যে তা হিসাবের বাইরে রাখা যায়। তবে LCD এর ক্ষেত্রে Response Time বেশ গুরুত্বপূর্ণ কারণ রেসপন্স টাইম বেশি হলে ছবির কোয়ালিটি কমে যাবে। এছাড়া, LCD এর ক্ষেত্রে Defective / Stuck Pixel এর সমস্যা দেখা যেতে পারে যা CRTতে একেবারেই নেই।

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন