বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড প্রো ৫আই

প্রকাশের তারিখ:

প্রযুক্তিপ্রেমীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো এক দুর্দান্ত সারপ্রাইজ— লেনোভো আইডিয়াপ্যাড প্রো ৫আই (83JK0020IN)। আমদানিকারকদের মতে, এটি আসলে এআই প্রযুক্তির এক বিস্ট, যা আপনার কাজের অভিজ্ঞতাকে রকেটের গতিতে পৌঁছে দেবে অনন্য উচ্চতায়।

চমকপ্রদ ডিসপ্লে: এর ১৪ ইঞ্চির ২.৮কে ওলেড ডিসপ্লে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের কালার গ্রেডিংয়ের জন্য একদম নিখুঁত।

অবিশ্বাস্য পারফরম্যান্স: লেটেস্ট ইন্টেল অ্যারো লেক কোর আল্ট্রা ৯ প্রসেসর এবং ৩২ জিবি র‍্যামের সমন্বয়ে মাল্টিটাস্কিং হবে চোখের পলকে। সাথে ইন্টেল এআরসি ১৪০টি জিপিইউ সফটওয়্যারগুলোকে অনায়াসেই পরিচালনা করতে সক্ষম।

যেকোনো পরিস্থিতিতেও অটুট: মিলিটারি গ্রেড সার্টিফাইড হওয়ায় ভ্রমণপিপাসু ভ্লগার বা ডেভেলপাররা চরম আবহাওয়াতেও নিশ্চিন্তে কাজ করতে পারবেন।

এছাড়াও থাকছে ডলবি অ্যাটমস সাউন্ড, ওয়াই-ফাই ৭ এর সুপার ফাস্ট ইন্টারনেট এবং উইন্ডোজ ১১ প্রো-এর সুবিধা। লুনা গ্রে কালারের এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ১,৭৫,০০০ টাকায়, সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন

শেয়ার করুন:

জনপ্রিয়

এ সম্পর্কিত আরও কিছু পোস্ট
Related

কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে

চীনের পরিচিত আর্থিক সেবা প্রতিষ্ঠান টপপে বাংলাদেশে তাদের কার্যক্রম...