বন্ধ হচ্ছে গুগলের ইউআরএল শর্টনার সেবা

বড় বড় ওয়েবসাইটের লিংক বা ইউআরএল ছোট করার জন্য আমরা অনেকেই ইউআরএল শর্টনার সেবা ব্যবহার করে থাকি। ইউআরএল শর্টনার যেমন উপকারী তেমনি মজারও। এক্ষেত্রে গুগলের সেবাটি অন্যতম জনপ্রিয়। ২০০৯ সালের চালু হওয়া গুগলের এই সেবাটি (goo.gl) বন্ধ হতে যাচ্ছে।

আগামী ১৩ এপ্রিল থেকে গুগলের ইউআরএল শর্টনার সেবা বন্ধ হবে। তবে এর পরিবর্তে উন্নতমানের ফায়ারবেইজ ডায়নামিক লিংকস (এফডিএল) ব্যবহার করতে পারবেন আগ্রহীরা। এই স্মার্ট ইউআরএল সেবার মাধ্যমে যেকোন জায়গার আইওএস, অ্যান্ড্রয়েড কিংবা ওয়েব অ্যাপের ব্যবহারকারীদের লিংক পাঠানো যাবে।

১৩ এপ্রিল থেকে গুগলের ইউআরএল শর্টনার নতুন করে ব্যবহার করা না গেলেও আগের ব্যবহারকারীরা তাদের লিংকগুলো পরবর্তী এক বছরের মধ্যে পাল্টে নিতে পারবেন। পরবর্তীতে লিংকগুলো কাজ করলেও এর কনসোল সুবিধাতে অ্যাক্সেস করা যাবে না। তাই গুগল নতুন এফডিএল তৈরি অথবা অন্যান্য শর্টনার সেবা যেমন বিটলি, ও’লি ব্যবহারের পরামর্শ দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন