হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা রেন জেংফেই বলেছেন, হুয়াওয়ের ডেভেলপ করা হংমেং অপারেটিং সিস্টেম গুগলের অ্যান্ড্রয়েড চেয়ে দ্রুতগতিতে কাজ করবে। এছাড়া এতে বাড়তি অ্যাপ্লিকেশনের সুযোগ থাকবে। ফ্রান্সের একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা জানান।
শুধু স্মার্টফোন নয়, এই অপারেটিং সিস্টেম রাউটার, নেটওয়ার্ক সুইচ, ট্যাবলেট, কম্পিউটার এমনকি ডাটা সেন্টারেও ব্যবহার করা যাবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ৫ মিলিসেকেন্ডের কম সময়ে প্রসেসিং ডিলে হওয়া হংমেং ওএস অ্যাপলের ম্যাকওসের চেয়েও দ্রুতগতির। ব্যবহার করা যাবে বিভিন্ন ধরণের ডিভাইসে, যা আমরা গুগলের ফুশিয়া ওসের ক্ষেত্রে শুনতে পারছি।
ট্রাম্প প্রশাসন হুয়াওয়ে নিষিদ্ধ করার বিষয়টি শিথিল করলেও হংমেং অপারেটিং সিস্টেম ডেভেলপ করা থেকে প্রতিষ্ঠানটি সরে যাচ্ছে না বলেও জানান হুয়াওয়ে প্রধান।